মোবাইলে কী ধরণের রিংটোন ব্যবহার করা যাবে!
মুফতি তাজুল ইসলাম জালালী:
প্রশ্ন: শরয়ি দৃষ্টিকোন থেকে মোবাইলের রিংটোন কেমন হওয়া উচিত ?
উওর: মোবাইলের রিংটোনকে মৌলিক ভাবে তিন ভাগে বিভক্ত করা যায়।
(ক) সম্মানিত বস্তুর আওয়াজ যেমন কুরআনের তেলাওয়াত ,আজান ,হামত ,নাত ইত্যাদির আওয়াজ ।
(খ) অবৈধ জিনিসের সাউন্ড যেমন ,গান-বাদ্য,অনর্থক বা কুরুচি পূর্ন কথা ইত্যাদির আওয়াজ । প্রথমটি ধর্মিয় শিয়ার (প্রতীক) হওয়ায় তা রিংটোন হিসাবে বাজালে শরয়ি শেয়ারের অপব্যবহার হবে বলে এটি জায়েজ নয় ।
আর দ্বিতীয়টির আওয়াজতো খোদ হাদিসেই নিষেধ করা হয়েছে। বিধায় এটাও রিংটোন হিসাবে ব্যবহার করা নাজায়েজ ।
(গ) বৈধ আওয়াজে যেমন ,পশু –পাখি ও ঘন্টার আওয়াজ , যে গুলোতে মূলত মিউজিক ব্যবহার হয় না এগুলো মুবাইলে রিংটোন হিসাবে ব্যবহার করা জায়েজ ।
1 Comments
আমরা মোবাইলে যে ধরনের টোন ব্যবহার করছি তা ব্যবহার করা নাজায়েজ????? ??
Post a Comment