নবীজী (সাঃ) যেভাবে মানব জীবনের প্রতিটি বিষয়ে গুরত্বপূর্ণ শিক্ষা রেখে গেছেন, সেভাবে খানাপিনার বিষয়েও তিনি অতি গুরত্বপূর্ণ নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন।

খাওয়ার আদব তিনটি

হযরত আমর বিন সালামা (রাঃ) বর্ণনা করেন,
হুজুর (সাঃ) আমাকে হুকুম করেছেন, ''খানা খাওয়ার শুরুতে আল্লাহর নাম স্মরণ করো। অর্থাৎ 'বিসমিল্লাহ' বলে খাওয়া আরম্ভ করো। ডান হাতে খাও এবং বরতনের (থালার ঐ
অংশ থেকে খাও, যা তোমার নিকটবর্তী।''
এই হাদিসটিতে খাদ্য গ্রহনের তিনটি আদব সুস্পষ্ট।
1. খানা খাওয়ার শুরুতে "বিসমিল্লাহ" বলে শুরু করা।

2. ডান হাতে খাওয়া।
3.প্লেটের ডান দিকে থেকে খাওয়া।

অপর হাদিসে একটি হাদিসে হযরত
আয়শা (রাঃ) বলেন, "হুজুর (সাঃ) এরশাদ করেন, তোমাদের কেউ যখন খানা খেতে শুরু করে, তখন যেন সে আল্লাহর নাম নেয়। আর কেউ যদি "বিসমিল্লাহ" বলা ভুলে যায় এবং
পরে খানা খাওয়ার মাঝে স্মরণ হয়, তখন যেন সে "বিসমিল্লাহ আওয়ালাহু ওয়া আখিরাহু" বলে।

খাওয়ার সময় বসার নিয়ম

হুজুর (সাঃ) সব সময় মাটিতে বসে খেতে পছন্দ করতেন। সমগ্র হাদিস ভান্ডার ও ওলামায়ে কেরামগণের ব্যাখা মতে, মেঝেতে দোজানু বসে খাওয়া সর্বোত্তম। তবে এক হাটু উচিয়ে
আর এক হাটু বিছিয়ে বসাও যাইয়।

চেয়ার টেবিলে বসে খাওয়া

অনেকেই চেয়ার টেবিলে বসে খাওয়া কে হারাম ও নাযায়েজ মনে করে এবং এর উপর নাক ছিটকান। কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়া গোনাহ বা নাযায়েজ নয়। তবে মাটিতে বসে
খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী এবং তাতে সুন্নতের এত্তেবাও সর্বাধিক।
মোট কথা, চেয়ার টেবিলে বসে খাওয়াও জায়েজ আছে।

 

Contact us

Facebook JUBAYER AHMED
twitter M.R HOSSAIN
নতুন গজল পেতে চলে আসুন HOLY TUNES এ
নতুন ওয়াজ পেতে Waz.com এ