🔘 দুনিয়াতে ছয়টি আযাব:
1⃣. তাহার জীবনে কোনরূপ বরকত পাইবেনা।
2⃣. আল্লাহ্ তার চেহারা হইতে উঠাইয়া লইবেন।
3⃣. যে যাহা কিছু নেক কাজ করবে, তাহার ছওয়াব পাইবেনা।
4⃣. তাহার দোয়া আল্লাহ্ পাকের নিকট কবুল হইবে না।
5⃣. আল্লাহ্ পাকের সমস্ত ফেরেশতা তাহার উপর অসন্তুষ্ট থাকবে।
6⃣. ইসলামের মূল্যবান নেয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে।
🔘মৃত্যুর সময় তিনটি আজাব:
1⃣. অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করিবে।
2⃣. ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরন করিবে।
3⃣. মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে,তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিতে।
🔘 কবরের মধ্যে তিনটি আজাব:
1⃣. তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সংগে মিলিত হইয়া চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে।
2⃣. তাহার কবরে, দিনরাত্রি সবসময় আগুন জ্বালাইয়ারাখা হবে।
3⃣. আল্লাহ্ তাহার কবরে একজন আজাবের ফেরেশ্তা নিযুক্ত করিবেন। তাহার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে,দুনিয়ায় কেন নামায পড় নাই। আজ তাহার ফল ভোগ কর। এই বলিয়া ফজর নামায না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত, জোহর নামাযের জন্য জোহর থেকে আছর পর্যন্ত, আছরের নামাযের জন্য আছর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাযের জন্য মাগরিব হইতে এশা পর্যন্ত এবং এশার নামাযের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে।
☑ আমাদের মধ্যে যারা মুসলিম আছে আসুন ভাই আমরা সকল ভাই ও বোনেরা নিয়মিত এবং সময়মত নামাজ পড়ি, অপর ভাইদের ও বলি নামাজ পরার জন্য। তাহলেই একমাত্র আমাদের সমাজ এ প্রকৃত শান্তি ও মুক্তি আসবে।
◼ ইসলামিক পোষ্টগুলো শেয়ার করার চেষ্টা করুন। এতে করে যেমন অন্য মুসলিম ভাই বোনেরা পোষ্টগুলো পড়তেপারবে ঠিক তেমনি নেকী পাওয়া যাবে।
কোরআনে১বার না ২বার না
৩ বার নয় ৮২ বার
বলা হয়েছে তোমরা নামায
কায়েম করো………
0 Comments
Post a Comment