আদালতে আল্লামা মামুনুল হক  ৭ দিনের রিমান্ডে || news update mamunul haque

 

 

 

গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব কে পুলিশ গ্রেফতার করে।

 তাকে গ্রেফতারের পর ১৮ এপ্রিল আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পুুুলিশের আবেদনে সাড়া দিয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

 এর আগে তার আইনজীবীরা তার বেলের জন্য আবেদন করে কিন্তু আদালত তা না মঞ্জুর করে।