- মালাকুল মাঊত (আঃ)-এর নাম “আযরাইল” কি কুরআন অথবা হাদীছ দ্বারা প্রমাণিত?
- - শাইখ যুবাইর আলী যাঈ (রহঃ)
- অনুবাদঃ খান আফিফ ফারহান।
- ====
- ====
- ) জিবরাইল এবং মিকাইল আলাইহুমাস সালাম এর নাম কুরআন মাজীদ থেকে সাব্যস্ত। (দেখুন: সুরাতুল বাকারাহ: ৯৮)
- ইসরাফির আলাইহিওয়াস সাল্লাম এর নাম সহীহ মুসলিমে (৭৭০, দারুস সালাম: ১৮১১) উল্লেখিত আছে। কিন্তু মৃত্যুর ফেরেশতা (মালাকুল মাঊত) - এর নাম আযরাইল কোন হাদীছ দ্বারা প্রমাণিত নয়।
- ওয়াহাব বিন মুনাব্বিহ তাবেঈ থেকে একটি মাঊকুফ (মাকতু) বর্ণনাতে এই নামটি এসেছে। কিন্তু সেটির সনদে মুহাম্মাদ বিন ইবরাহিম বিন আলা মুনকারুল হাদীস রয়েছে। দেখুন আল-আযামাহ লি আবীশ শায়খ আসবাহানী (৩/৮৪৮ হা/ ৩৯৪, ৩/৯০০ হা/৪৩৯)।
- সুতরাং এই বর্ণনাটি অত্যান্ত যঈফ হওয়ার দরুন পরিত্যাজ্য।
- আশআস নামে এক তাবে তাবেঈ থেকে প্রমাণিত আছে যে তিনি বলেনঃ মালাকুল মাঊত আলাইহি ওয়াস সাল্লামের নাম আযরাইল। (কিতাবুল আযামাহ লি আবী শায়খ ৩/৯০৯, হা/৪৪৩, সনদ সহীহ)
- আশআস পর্যন্ত এটির সনদ সহীহ এবং আশআস সম্পর্কে শায়খ রিযাউল্লাহ বিন মুহাম্মাদ ইদরিস মুবারাকপুরী লিখেনঃ এই আশআস হলেন আশআস বিন আসলাম আল-ইজলী আল-বাসরী আর-রাবই। (ایضاً مترجماً)
- আশআস বিন আসলাম (রহঃ) সম্পর্কে ইমাম ইহইয়া ইবনে মাঈন (রহঃ) বলেনঃ ছিক্বাহ। (তারিখ ইহইয়া ইবনে মাঈন, বর্ণনা: দূরী: ৩৪০৩, আল-জারহু ওয়াত তা’দীল লি ইবনে আবী হাতিম ২/২৬৯, সনদ সহীহ।)
- হাফিয ইবনে হিব্বান তাকে কিতাবুছ ছিক্বাতে উল্লেখ করেছেন। (৬/৬৩)।
- জানাগেল যে আযরােইল শব্দটি তাবে’ তাবেঈনের যুগ থেকে প্রমাণিত। আল্লাহই ভাল জানেন।
- দেখুন: আযওয়াল মাসাবিহ ফী তাহক্বীক্বী মিশকাতিল মাসাবিহ হা/১৪৪, পৃ: ১৯৮।
0 Comments
Post a Comment