মাহমুদুল হাসান: কতটা মনের গহিনে তুমি করে নিয়েছ ঠাঁই/কতটা মনের আবেশে তোমারি গান গেয়ে যাই/তুমি আমার আলোক মালা, তুমি তো সাধনা/ মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মাদন নাবিয়্যুনা…।কথাগুলো ‘মুহাম্মাদুন’ নাশীদের। কলরবের জনপ্রিয় শিল্পী ও গীতিকার আহমাদ আব্দুল্লাহ’র কথা ও সুর করা নাশীদটিতে কন্ঠ দিয়েছেন কলরব শিল্পী আরিফ আরিয়ান।নাশীদটির ভিডিও ধারন করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। ভিডিও ধারন করেছেন এইচ আল বান্নাহ।মুহাম্মাদুন নাশীদটি ইউটিউব চ্যানেল হলি টিউনে গত ১৩ আগস্টে প্রকাশ করা হয়েছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে ১০ লক্ষ শ্রোতার ভালোবাসা পেয়েছে এই নাশীদ।
গজলটি কলরবের ইউটিউব চ্যানেলে দেখতে চাইলে এখানে ক্লিক করুন☞☞☞Holytune
0 Comments
Post a Comment