নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার এক সন্ত্রাসীর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। মূলত সেখানের এক মসজিদ লক্ষ্য করে চালানো হয় গুলি। এই ঘটনায় প্রায় শাতাধিক ব্যক্তির আহত। এবং ৩০ জনের মৃত্যুর হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো।

এই মসজিদে নিউজিল্যান্ড সফর রত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও ছিল।
তবে একটুর জন্য তারা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ দলের প্রত্যেক সদস্য নিরাপদ রয়েছেন বলে দাবি করেছে নিউজিল্যান্ড প্রশাসন।

সন্ত্রাসী কে পাকড়াও করতে তৎপরতা বাড়িয়েছে সেদেশের পুলিশ। গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। কারণ প্রতি মুহূর্তে এই ঘটনার সঙ্গে ঝুঁকির পরিমাণ বাড়ছে পুলিশের জন্য।
ক্রাইস্টচার্চের সমস্ত যাবতীয় স্কুল, কলেজ আপাতত বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, সেখানের হ্য়াগলে পার্কের একটি মসজিদের ভেতরে চলেছে গুলি। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে সেদেশের পুলিশ প্রশাসন।