অসুস্থতার কারণে ফরজ গোসল করা সম্ভব না হলে করণীয় কি?
কিন্তু অযু করতে সক্ষম এবং তার নিকট পর্যাপ্ত পরিমাণ
পানিও রয়েছে। উক্ত অবস্থায় কি শুধু তায়াম্মুম করে নামায
পড়লেই যথেষ্ট হবে নাকি তায়াম্মুমের সাথে অযুও করতে হবে?
এই ক্ষেত্রে শুধু তায়াম্মুম করে নামায পড়বে, অযু করবে না।
তায়াম্মুমের সাথে অযু করার বিধান নেই। উল্লেখ্য, গোসলের জন্য
তায়াম্মুম করার পরে ঐ ব্যক্তি থেকে অযু ভঙ্গের কোনো কারণ
পাওয়া গেলে তখন অযু করা জরুরি। কেননা সে অযু করতে সক্ষম।
[খুলাসাতুল ফাতাওয়া ১/৩৩, ৩৮; রদ্দুল মুহতার ১/২৫৫;
ফাতাওয়া হিন্দিয়া ১/৩০; আলমুহীতুল বুরহানী ১/৩৩০;
আলবাহরুর রায়েক ১/১৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৯৪]
গ্রন্থনা ও সম্পদানা : মাওলানা মিরাজ রহমান
Contact us
Facebook Jubayer Ahmed
twitter M.R HOSSAIN
নতুন গজল পেতে চলে আসুন HOLY TUNES এ
নতুন ওয়াজ পেতে Waz.com এ
0 Comments
Post a Comment